জাফলংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ দোকান ভস্মীভূত
সিলেটের জাফলংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি মার্কেটের ৯টি দোকান ভস্মীভূত হয়েছে। এতে কোটি টাকার ক্ষতি হযেছে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন। বৃহস্পতিবার ভোরে জাফলং বাসস্ট্যান্ড এলাকার মদরিছ মার্কেটে এ অগ্নিকাণ্ড ঘটে।
মার্কেটের কোনো একটি দোকানের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা বাতাসের সাহায্যে দ্রুত সবকটি দোকানে ছড়িয়ে পড়ে। এসময় মাটি থেকে ৭০ ফুটেরও বেশি উপরে উঠে আগুনের লেলিহান শিখা। স্থানীয়রা দুই ঘণ্টার বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
খবর পেয়ে সিলেটের দমকল বাহিনীর সদস্যরা ও গোয়াইনঘাট থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আরিফের নেতৃত্বে একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষয় ক্ষতির প্রাথমিক তালিকা প্রণয়নসহ উদ্ধার তৎপরতায় অংশ নেন তারা।
অাগুনে একটি মুদি দোকান, একটি আইসক্রিম ফ্যাক্টরি, ৩টি স্টেশনারির দোকান একটি ফার্নিচারের দোকান, একটি ফার্মেসি, ২টি সেলুন পুরোপুরিভাবে পুড়ে ছাই হয়ে যায়। মুদি দোকান ও স্টেশনারি দোকানে নগদ টাকা ছিল বলে জানান দোকান মালিকরা।
ছামির মাহমুদ/এমজেড/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি ও শোকজ
- ২ মৃতের বাড়ি থেকে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ
- ৩ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ৪ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৫ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান