ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

চিকিৎসকের বিচারের দাবিতে বিক্ষোভ

জেলা প্রতিনিধি | নেত্রকোনা | প্রকাশিত: ০৫:৩৩ পিএম, ১৩ ডিসেম্বর ২০২০

নেত্রকোনার মদন উপজেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার কাজী বুশরা আমীনার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৩ ডিসেম্বর) উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উদ্যোগে মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স থেকে বিক্ষোভ মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হাসপাতাল চত্বরে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

উপজেলা বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হেলাল উদ্দিন তালুকদার, পৌর কমান্ডার এ কে এম শামছুল হক খসরু, সাবেক ডিপুটি কমান্ডার গাজী ফেরদৌস, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক সাজেদুল হক সাজু প্রমুখ।

৪৮ ঘণ্টার মধ্যে বিচার না হলে আরও বড় আন্দোলনের হুমকি দেন বক্তারা।

তারা জানান, করোনা মহামারিতে সরকারের দেয়া স্বাস্থ্যনীতি না মেনে গত ৫ ডিসেম্বর মদন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. কাজী বুশরা আমীনা হাসপাতালে জরুরি বিভাগে রোগী দেখার সময় নিজে মাস্ক ব্যবহার না করেও রোগী ও স্বজনরা মাস্ক ব্যবহার করেনি বলে তাদের সাথে দুর্ব্যবহার করেন। এ সময় রোগীর স্বজনরা ডাক্তার নিজেই মাস্ক পরেননি এ কথা বললে জরুরি বিভাগ থেকে তাদের ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়। এ ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষকে অবগত করা হলে লিখিত অভিযোগ দিলে ব্যবস্থা নেবেন বলে জানান তিনি।

৬ ডিসেম্বর কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করেও এ পর্যন্ত কোনো ফল না পাওয়ায় বিচারের দাবিতে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এইচ এম কামাল/এসএমএম/এমকেএইচ