ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পুলিশ পরিচয়ে যুবককে হাত-পা বেঁধে নির্যাতন

জেলা প্রতিনিধি | নারায়ণগঞ্জ | প্রকাশিত: ০১:৩৮ পিএম, ১৪ ডিসেম্বর ২০২০

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চোর অপবাদ দিয়ে আনোয়ার (২২) নামে এক যুবককে নির্যাতনের অভিযোগ উঠেছে ট্যুরিস্ট পুলিশ পরিচয় দেয়া এক ব্যক্তির বিরুদ্ধে।

আনোয়ার পেশায় ট্রাকের হেলপার। ঘটনার খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

শনিবার (১২ ডিসেস্বর) মধ্যরাতে সিদ্ধিরগঞ্জের সাইলো বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় মৃত আব্দুল মান্নানের ছেলে পুলিশ পরিচয়দানকারী মনির, মৃত অহাব আলীর ছেলে মিজান ও হারুন মুন্সীর ছেলে আতিকুর রহমান আতুকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগে দিয়েছেন আনোয়ার।

অভিযোগে বলা হয়েছে, পুলিশ অফিসার পরিচয়ে মনির লোক মাধ্যমে আনোয়ারকে ডেকে এনে হাত-পা বেঁধে একটি টিনের ঘরে আটকে রেখে অমানবিকভাবে মারধর করেন।

আনোয়ারের বড় ভাই দেলোয়ার জানান, পুলিশ পরিচয়দানকারী ওই ব্যক্তি মাদক বিক্রি করেন এমন কথা বলায় লোক মারফত আনোয়ারকে ডেকে নিয়ে হাত-পা বেঁধে নির্যাতন করেন। তিনি আমার ভাইকে চোর অপবাদ দিয়ে নির্যাতন না করে আমাদের কাছে বিচার দিলে আমি আমার ভাইয়ের বিচার করতে পারতাম। তা না করে অমানবিক ভাবে মারধর করেছেন।

এদিকে ট্যুরিস্ট পুলিশের এসআই পরিচয় দেয়া মনির বলেন, তিনি বর্তমানে ঢাকায় কর্মরত আছেন। ছুটিতে সিদ্ধিরগঞ্জের ওমরপুর এলাকার নিজ বাড়িতে এসেছেন। আর আনোয়ার একজন চিহ্নিত চোর। সে দোকানের কেবল চুরি করেছে। শনিবার বিকেলে মালামালসহ তাকে হাতেনাতে ধরা হয়েছে।

থানা পুলিশের কাছে সোপর্দ না করে নির্যাতন কেন করেছেন সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তর তিনি এড়িয়ে যান।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক সুজন রঞ্জন তালুকদার জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছি। বিষয়টি নিয়ে তাৎক্ষণিকভাবে ওসিকে অবগত করা হয়েছে। নির্যাতনকারী পুলিশ সদস্য কি না তা খোঁজখবর নেয়া হচ্ছে। আর ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শাহাদাত হোসেন/এফএ/জেআইএম