‘স্বাধীনতাবিরোধী গোষ্ঠীর অপচেষ্টা বাংলার মাটিতে সফল হবে না’
নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্যই আমরা মহান মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করেছি। সেই বিজয়ের মাসেই বঙ্গবন্ধুর ওপর আঘাত হানার চেষ্টা করা হচ্ছে। স্বাধীনতাবিরোধী গোষ্ঠীর এই অপচেষ্টা বাংলার মাটিতে কখনই সম্ভব হবে না। কারণ ১৯৭৫ সালে বঙ্গবন্ধুর ঘাতকরা এদেশের স্বাধীনতার ইতিহাস মুছে ফেলতে চেয়েছিল। কিন্তু বঙ্গবন্ধুর নাম শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বেই আজ প্রতিষ্ঠিত। ষড়যন্ত্রকারীরা কখনই সফল হতে পারেনি, ভবিষ্যতেও পারবে না।
সোমবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় দিনাজপুরের বিরল উপজেলা মুক্ত দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিরল উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার জাবের মো. সোয়াইবের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বিরল পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ সবুজার সিদ্দিক সাগর ও সাধারণ সম্পাদক রমাকান্ত রায়, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক উপজেলা কমান্ডার আবুল কাশেম অরু প্রমুখ।
এর আগে বঙ্গবন্ধু স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী। পাশাপাশি স্থানীয় আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এমদাদুল হক মিলন/এসএমএম/এমকেএইচ