ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ট্রাক্টর চালকের ১ লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি | মৌলভীবাজার | প্রকাশিত: ০৯:৫৪ পিএম, ১৫ ডিসেম্বর ২০২০

মৌলভীবাজারের বড়লেখায় টিলা কেটে মাটি পরিবহণের অপরাধে রইব আলী নামে এক ট্রাক্টর চালককে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান।

আদালত সূত্র জানায়, উপজেলার কেছরীগুল গ্রামের পাহাড়ি এলাকার টিলা কেটে নিচু জমি ভরাটের জন্য মাটি পরিবহণ করছিল ট্রাক্টর চালক রইব আলী। গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে পৌরসভা এলাকার পাখিয়ালা-ডিমাই সড়কে টিলার মাটিবাহী ট্রাক্টরসহ চালক রইব আলীকে আটক করেন ভ্রাম্যমাণ আদালত। পরে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান জানান, প্রাকৃতিক পরিবেশ বিনষ্টকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এএইচ/এমকেএইচ