ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

জাতীয় পতাকার অবমাননা, নিরাপত্তা প্রহরীর কারাদণ্ড

জেলা প্রতিনিধি | টাঙ্গাইল | প্রকাশিত: ০৪:৩০ পিএম, ১৬ ডিসেম্বর ২০২০

টাঙ্গাইলে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ উঠেছে বাসাইল কৃষি ব্যাংকের বিরুদ্ধে। একটি ঝাড়ুতে জাতীয় পতাকা টাঙিয়ে রাখা হয় ব্যাংকের এই শাখায়। এ অপরাধে ব্যাংকের নিরাপত্তা প্রহরী সুলতান আহমেদকে ১০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৬ ডিসেম্বর) বাসাইলের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামছুন নাহান স্বপ্না এ আদেশ দেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামছুন নাহার স্বপ্না জানান, মহান বিজয় দিবস উপলক্ষে সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশনা ছিল। সেই নির্দেশনা অমান্য করে বাংলাদেশ কৃষি ব্যাংক বাসাইল শাখায় একটি ঝাড়ুতে জাতীয় পতাকা টাঙিয়ে রাখা হয়। পরে জাতীয় পতাকাকে অবমাননার অভিযোগে ব্যাংকের নিরাপত্তা প্রহরী সুলতান আহমেদকে ১০ দিনের কারাদণ্ড দেয়া হয়।

তিনি আরও জানান, ব্যাংকের ম্যানেজারসহ সব কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি দেয়া হবে।

আরিফ উর রহমান টগর/এএইচ/এমএস