ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নৌকা-জগ সমর্থকদের সংঘর্ষ, আহত ২৬

কুয়াকাটা (পটুয়াখালী) | প্রকাশিত: ০৪:০০ পিএম, ১৭ ডিসেম্বর ২০২০

পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভার নির্বাচনের স্বতন্ত্র মেয়র প্রার্থী আনোয়ার হাওলাদার ও আওয়ামী লীগ প্রার্থী বারেক মোল্লার সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের ২৬ জন আহত হয়েছে। আহতদের মধ্যে জগ প্রতীকের ১৮ জন ও নৌকা প্রতীকের আটজন।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টার দিয়ে পৌরসভার ৪নং ওয়ার্ডের মেলাপাড়া গ্রামে এ সংঘর্ষ হয়।

jagonews24

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হাওলাদারের কর্মীরা মেলাপাড়া গ্রামে পোস্টার লাগাতে গেলে নৌকা প্রতীকের সমর্থকরা এতে বাধা দেয়ায় প্রথমে হাতাহাতির ঘটনা ঘটে। এ খবর ছড়িয়ে পড়লে উভয় পক্ষের তিন শতাধিক সমর্থক উপস্থিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতদের উদ্ধার করে কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে কুয়াকাটায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

jagonews24

সংঘর্ষের ঘটনায় আহতরা হলেন- নৌকার সমর্থক রফিকুল (৩৫), রাকিবুল (১৮), হাসিব (২৫), ইউসুফ (২৬), রাসেল (২২), আবু ছালেহ (১৮), শাহজালাল (৩৮) ও দুলাল (৩৫) এবং স্বতন্ত্র প্রার্থীর সমর্থক আব্দুর রব মাঝি (৬০), আব্দুল হক মাঝি (৫৫), বারেক (৪০), সেলিম বিশ্বাস (৫০), সোহেল (৩০), সগির মোল্লা (৩৫), আলী হায়দার (৩৫), আনোয়ার (৪২), রাসেল (২৪), লিমন (২০), আলামীন মাদবর (৩৫), আলামীন হাওলাদার (২৫), করিম (৪০), হোসেন (৩০), ইউসুফ (৩০), শাহআলম (৪০), আলাউদ্দিন (৪০) ও ফিরোজ (৩৮)।

কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালের ডা. মাহামুদুল হাসান অপু বলেন, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহত সাতজনকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

jagonews24

এ প্রসঙ্গে নৌকার প্রার্থী বারেক মোল্লা প্রতিদ্বন্দ্বী আনোয়ার হাওলাদারকে দায়ী করে বলেন, বারবার সহিংস ঘটনা ঘটছে। আমি এর তীব্র নিন্দা জানাই।

স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হাওলাদার বলেন, নৌকার প্রার্থীর সমর্থকদের হামলায় আমার সমর্থকদের মধ্যে ১৮ জন আহত হয়েছেন। কুয়াকাটা পৌরসভা নির্বাচনে প্রভাবমুক্ত প্রচারণার সুযোগ নেই। আমরা এ বিষয়ে প্রশাসনের সহায়তা কামনা করছি।

jagonews24

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত। মামলা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

কাজী সাঈদ/এসএমএম/জেআইএম