ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বিয়ের প্রলোভনে অপহরণ করে ধর্ষণ, গ্রেফতার ১

জেলা প্রতিনিধি | চাঁদপুর | প্রকাশিত: ০৯:৪৩ পিএম, ১৭ ডিসেম্বর ২০২০

চাঁদপুর ফরিদগঞ্জে বিয়ের প্রলোভনে অপহরণ করে এক কিশোরীকে (১৬) ধর্ষণের অভিযোগ উঠেছে। পরে ধর্ষক মিজানুর রহমানকে (২৫) আটক করেছে পুলিশ।

আটক মিজানুর পল্লী বিদ্যুতের ঠিকাদারের শ্রমিকের কাজ করতেন। তিনি পঞ্চগড় সদর উপজেলার গোয়ালঝাড় গ্রামের ইউছুফ গাজীর ছেলে।

বুধবার (১৬ ডিসেম্বর) বিকালে ওই কিশোরীর বাবা বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, মাস দুয়েক আগে চাঁদপুর পল্লীবিদ্যুৎ সমিতির আওতাধীন একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের শ্রমিক হিসেবে মিজানুর রহমান ফরিদগঞ্জ পৌরসভাধীন সাফুয়া এলাকায় কাজ করার সময় ওই কিশোরীর সঙ্গে পরিচয় হয়। পরবর্তীতে মুঠো ফোনে আলাপের এক পর্যায়ে গত ১ ডিসেম্বর রাতে মিজানুর রহমান তাকে বিয়ের প্রলোভনে কৌশলে ঢাকায় নিয়ে যায়। সেখানে এক নিকটাত্মীয়ের বাসায় রেখে তাকে ধর্ষণ করে। পরে ওই কিশোরী পালিয়ে গিয়ে পরিবারকে সব জানায়। তখন সন্মানের ভয়ে পরিবারের লোকজন আইনের আশ্রয় নেয়নি।

এরই মধ্যে মিজানুর রহমান ১৫ ডিসেম্বর রাতে আবারও ওই কিশোরীকে অপহরণের চেষ্টা করলে তার পরিবার টের পায়। পরে বুধবার (১৬ ডিসেম্বর) কিশোরীর বাবা বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় মামলা করলে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে মিজানুর রহমানকে গ্রেফতার করে।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহীদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নজরুল ইসলাম আতিক/এএইচ/এমএস