ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ব্যাডমিন্টনের কর্ক নামাতে গিয়ে প্রাণ গেল মাদরাসা ছাত্রের

জেলা প্রতিনিধি | ফরিদপুর | প্রকাশিত: ০৪:৫৪ পিএম, ১৮ ডিসেম্বর ২০২০

ফরিদপুরের বোয়ালমারীতে ব্যাডমিন্টন খেলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাসেল শেখ (১৪) নামের এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাতে মাদ্রাসার পাশে খোলা জায়গায় ব্যাডমিন্টন খেলার সময় এ দুর্ঘটনা ঘটে।

রাসেল শেখ বোয়ালমারী উপজেলার সদর ইউনিয়নের সৈয়দপুর দারুস সুন্নাহ হাফেজিয়া মাদরাসার ছাত্র ও আলফাডাঙ্গার বানা ইউনিয়নের কুঠুরাকান্দি গ্রামের মঞ্জু শেখের ছেলে।

মাদরাসার বড় হুজুর কারী মো. ওমর ফারুক বলেন, মাদরাসার নাজেরা বিভাগের ছাত্র রাসেল শেখসহ দুই-তিনজন ব্যাডমিন্টন খেলছিল। খেলার এক পর্যায়ে কর্ক টিনের চালে আটকে যায়। রাসেল চালের উপর উঠে কর্ক আনতে গেলে চালের উপর পড়ে থাকা বিদ্যুতের তারের কারণে বিদ্যুৎস্পৃষ্ট হয়। বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে তাকে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মাদরাসা ছাত্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. জ্ঞান ব্রত শুভ্র।

বোয়ালমারী থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

এদিকে বৃহস্পতিবার রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন পল্লীবিদ্যুতের ডিজিএম মো. সানোয়ার হোসেন।

তিনি জানান, ত্রুটিযুক্ত তার দিয়ে ব্যাডমিন্টন খেলার লাইনে সংযোগ দেওয়ায় এ ঘটনা ঘটেছে। বৈদ্যুতিক তারের স্পর্শে টিনের চাল বিদ্যুতায়িত হয়ে থাকায় ওই ছাত্র বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে।

বি কে সিকদার সজল/এসএমএম/জেআইএম