ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কুড়িগ্রামে পুলিশ বীর মুক্তিযোদ্ধা স্মৃতি সংগ্রহশালার উদ্বোধন

জেলা প্রতিনিধি | কুড়িগ্রাম | প্রকাশিত: ০৭:৩৩ পিএম, ১৮ ডিসেম্বর ২০২০

কুড়িগ্রামে পুলিশ বীর মুক্তিযোদ্ধা স্মৃতি সংগ্রহশালা, গ্রন্থাগার, ক্যাফেটেরিয়া ও মেহমানখানার উদ্বোধন এবং তৎকালীন পাকিস্তান পুলিশে কর্মরত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার (১৮ ডিসেম্বর) জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইন মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর রেঞ্জ পুলিশের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য। এতে সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন- জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, রংপুর আরআরএফ কমান্ড্যান্ট মেহেদুল করিম, লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানা, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরবিক্রম শওকত আলী সরকার, বীর প্রতীক আব্দুল হাই, সাবেক এএসপি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, বীর মুক্তিযোদ্ধা হারুন-অর-রশিদ লাল, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি অ্যাড. আহসান হাবীব নীলু প্রমুখ।

অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতা, মুক্তিযুদ্ধের সংগঠক, বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের স্মরণ করা হয়। এ সময় জেলার ১৩৭ জন পুলিশ বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করা হয়।

এ বিষয়ে জেলার বীর প্রতীক আব্দুল হাই জানান, কুড়িগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খানের এটি একটি অনন্য উদ্যোগ। এরকম উদ্যোগ সবাই নেন না। অন্যান্য সরকারি প্রতিষ্ঠান ও সংগঠনগুলো এমন উদ্যোগ নিলে মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তিযোদ্ধাদের স্মৃতি সংরক্ষিত হবে।

মো. মাসুদ রানা/এসএস/জেআইএম