বগুড়ায় ছুরিকাঘাতে চালকের সহকারী আহত
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় ভাষণ শুনে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে বাস চালকের সহকারী বেনজির (৩৫) গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে বগুড়া সদরের নামুজা চাঁদমুহা এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, নামুজা এলাকার আওয়ামী লীগের নেতাকর্মীরা একটি বাসে করে বগুড়া শহরে আসে। বাসটি শহর থেকে পাঁচ কিলোমিটার দূরে বারপুরে রাখা হয়। রাতে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে ফেরার সময় গাড়িতে ওঠা নিয়ে এক যুবকের সঙ্গে হেলপার বেনজিরের বাকবিতণ্ডা হয়। পরে তাকে ছাড়াই বাসটি রওনা হলে ওই যুবক ফোনে তার সঙ্গিদের ঘটনাটি অবহিত করেন।
রাত সাড়ে ৮টার দিকে বাসটি নামুজা চাঁদমুহা এলাকায় পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত বাসে হামলা চালায় এবং হেলপার বেনজিরকে ছুরিকাঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে বেনজিরের অবস্থা সংকটাপন্ন।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ হামলা করা হয়েছে। এ ঘটনায় জড়িত অপরাধীদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।
লিমন বাসার/এআরএ/বিএ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান
- ২ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ মনোনয়ন না পাওয়া দুই নেতার সমর্থকদের
- ৩ খুলনায় বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল
- ৪ ১৫ বছরে দেশ থেকে সাড়ে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: শিবির সভাপতি
- ৫ মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ