নোয়াখালীর হাতিয়ায় ২২০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
নোয়াখালীর হাতিয়া উপজেলায় অভিযান চালিয়ে মো. রাশেদ (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় পুলিশের এক যৌথ অভিযানে উপজেলার হাতিয়া বাজার থেকে তাকে আটক করা হয়।
আটক মো. রাশেদ হরনী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ফজর উদ্দিনের ছেলে।
জানা যায়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মোরশেদ বাজার পুলিশ তদন্ত কেন্দ্র, মাইন উদ্দিন বাজার পুলিশ ক্যাম্প ও চেয়ারম্যান ঘাট ক্যাম্প ইনচার্জের যৌথ অভিযানে রাশেদকে ইয়াবা বিক্রির সময় হাতেনাতে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ২ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মাইন উদ্দিন বাজার ক্যাম্প ইনচার্জ আব্দুল ওয়ারেছ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা বিক্রির সময় সবার সামনে থেকে রাশেদকে হাতেনাতে আটক করা হয়। তার বিরুদ্ধে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
মিজানুর রহমান/এআরএ/এমএস