কুষ্টিয়ায় তরুণের গলাকাটা লাশ উদ্ধার
ফাইল ছবি
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় এক তরুণের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে উপজেলার হালসা গ্রামের দরগার মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত তরুণের নাম সোলেমান (১৮)। সে ওই গ্রামের ভাদু আলীর ছেলে।
স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আবদুল হামিদ জানান, নিহত তরুণ কৃষি কাজ করত। কী কারণে এই হত্যাকাণ্ড তা জানা যায়নি।
এ বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, ‘হালসা দরগার মাঠ থেকে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রাতের কোনো এক সময় ওই যুবককে গলাকেটে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে হত্যাকাণ্ডের কারণ বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।’
আল মামুন সাগর/এসএস/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের ১১৬ কোটি টাকা বিতরণ করা হয়েছে
- ২ প্রার্থিতা ফিরে পেলেন ফরিদপুরের স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান
- ৩ আদিবাসীদের জন্য রাজনৈতিক দলগুলোর ইশতেহারে কী আছে দেখতে চাই
- ৪ নোয়াখালীতে হিজড়া জনগোষ্ঠী ২ হাজার, ভোটার মাত্র ১৪
- ৫ কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর তৈরি, দুই লাখ টাকা জরিমানা