ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

লক্ষ্মীপুরে সরকারি মূল্যে আমন ধান সংগ্রহ শুরু

জেলা প্রতিনিধি | লক্ষ্মীপুর | প্রকাশিত: ০৫:১৪ পিএম, ২২ ডিসেম্বর ২০২০

লক্ষ্মীপুরে সরকার নির্ধারিত প্রতিকেজি ২৬ টাকা মূল্যে কৃষকদের কাছ থেকে আমন ধান সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। মৌসুমে ১ হাজার ২৩২ জন কৃষকের কাছ থেকে ১ হাজার ৪০ টাকা দরে প্রতিমণ ধান ক্রয় করা হবে।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলা খাদ্যগুদামের সামনে ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।

সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাসুমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক মংখ্যাই। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্যগুদামের পরিদর্শক নাইমুল করিম টিটু।

খাদ্য অধিদফতর সূত্রে জানা গেছে, অ্যাপসের মাধ্যমে রেজিষ্ট্রেশনকৃত ১ হাজার ২৩২ জন কৃষকের কাছ থেকে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত আমন ধান সংগ্রহ করা হবে। মণপ্রতি ১ হাজার ৪০ টাকা দরে কৃষকরা ধান বিক্রি করতে পারবেন। চলতি মৌসুমে সদর উপজেলার কৃষকদের কাছ থেকে ৩৫৬ মেট্রিকটন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। একজন কৃষক সর্বনিম্ন ৩ মণ ও সর্বোচ্চ ৬ টন ধান বিক্রি করতে পারবেন।

লক্ষ্মীপুর সদর উপজেলার ইউএনও মোহাম্মদ মাসুম বলেন, দালালদের দৌরাত্ম্যরোধে অ্যাপসের মাধ্যমে কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ শুরু করা হয়েছে। এতে নিবন্ধিত কৃষক ছাড়া অন্য কেউ ধান বিক্রি করতে পারবে না। তালিকায় প্রকৃত কৃষকরা নিবন্ধনের সুযোগ পেয়েছেন।

কাজল কায়েস/এএএইচ/এমকেএইচ