ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পায়ে হেঁটে ৫০০ শীতার্তের মাঝে কম্বল বিতরণ

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) | প্রকাশিত: ০২:১০ এএম, ২৬ ডিসেম্বর ২০২০

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ‘সাহায্যের হাত’ ও ‘সিদ্ধিরগঞ্জ মানব কল্যাণ সংস্থা’র যৌথ উদ্যোগে ৫০০ শীতার্তের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জের মিজমিজি, কদমতলী,শিমরাইল ও সাইলো এলাকায় পায়ে হেঁটে এ শীতবস্ত্র বিতরণ করেন সংগঠনদুটির কর্মীরা।

jagonews

এ বিষয়ে ‘সাহায্যের হাত’-এর সাংগঠনিক সম্পাদক এম এইচ সৈকত বলেন, ‌‘যারা সত্যিকারের অর্থে অসহায় তাদের মাঝে আমরা কম্বল বিতরণ করেছি। এজন্য আমরা রাতে বের হয়েছি।’

‘সিদ্ধিরগঞ্জ মানব কল্যাণ সংস্থা’র সভাপতি সুমন হোসেন বলেন, ‘প্রতি বছরের ন্যায় এবারো আমরা অসহায়দের মাঝে কম্বল বিতরণ করেছি। যারা অর্থের অভাবে শীতবস্ত্র কিনতে পারেননি, তাদেরকে আমরা কম্বল দিয়েছি।’

jagonews

এ সময় সাহায্যের হাতের উপদেষ্টা হান্নান শাহ, সাইফুল ইসলাম, সভাপতি রাজিব হোসেন, সহ-সভাপতি সিন্দবাদ হোসেন, সাধারণ সম্পাদক নূরুল আমিন, প্রচার সম্পাদক রাজু, সিদ্ধিরগঞ্জ মানব কল্যাণ সংস্থার সদস্য রিপন, জুয়েল ও মিঠু।

প্রসঙ্গত, রক্তদান কর্মসূচি, বন্যার্তদের ত্রাণসামগ্রী বিতরণ, শীতার্তদের শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড করে থাকে সিদ্ধিরগঞ্জের এ দুটি সংগঠন।

এস কে শাওন/এসআর