ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পড়াশোনা না করায় বাবার বকুনি, অভিমানে ৫ম শ্রেণির ছাত্রের আত্মহত্যা

জেলা প্রতিনিধি | ফরিদপুর | প্রকাশিত: ০৮:০৬ পিএম, ২৬ ডিসেম্বর ২০২০

ফরিদপুরের বোয়ালমারীতে বাবার সঙ্গে অভিমান করে পঞ্চম শ্রেণির এক ছাত্র আত্মহত্যা করেছে। শনিবার (২৬ ডিসেম্বর) বিকেলে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের চতুল গ্রামের মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে।

ওই ছাত্রর নাম মুজাহিদ (১২)। সে চতুল গ্রামের আমীর সিকদারের ছেলে ও চতুল মাস্টারবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।

পৌরসভার বাসিন্দা আশরাফুল ইসলাম জানান, ঠিকমতো পড়ালেখা না করায় মুজাহিদের বাবা তাকে বকা দেন। এতে সে বাবার ওপর অভিমান করে। শনিবার বিকেল সাড়ে চারটার দিকে বসতঘরের আড়ার সঙ্গে ফাঁস লাগিয়ে সে আত্মহত্যা করে।

পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বোয়ালমারী থানার উপ-পরিদর্শক (এসআই) আক্কাস আলী জানান, হাসপাতাল থেকে ওই ছাত্রের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

বি কে সিকদার সজল/এসআর/জেআইএম