ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বাগেরহাটে জাহিদুল হত্যা: আসামি মাসুম ভারতে গ্রেফতার

জেলা প্রতিনিধি | বাগেরহাট | প্রকাশিত: ০৫:০৬ পিএম, ২৭ ডিসেম্বর ২০২০

বাগেরহাটের শরণখোলার জাহিদুল (২৫) হত্যা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি মাসুম হাওলাদারকে ইন্টারপোলের মাধ্যমে ভারতের নয়াদিল্লী থেকে গ্রেফতার করা হয়েছে।

শরণখোলা থানা পুলিশের তথ্য অনুযায়ী বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) তাকে ভারতীয় পুলিশ গ্রেফতার করে। বাগেরহাটের শরণখোলা থানা পুলিশ আসামি ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে।

পুলিশ জানায়, উপজেলার নলবুনিয়া গ্রামের মৃত ছিদ্দিক তালুকদারের পুত্র জাহিদুল ইসলামকে ২০০৫ সালের ছয় জুন রাতে বাড়ির পাশের ফসলের মাঠে ডেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল। নিহত জাহিদুল নলবুনিয়া বাজারে মোবাইল ফোন ও ফ্লেক্সিলোডের ব্যবসা করতেন।

জাহিদুলের চাচাতো ভাই উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন জানান, গ্রেফতারকৃত মাসুম হাওলাদার (৩২) উপজেলার বাধাল গ্রামের আদম আলী হাওলাদারের পুত্র। ওই হত্যা মামলায় পাঁচজন আসামি থাকলেও শুধু মাসুমের ফাঁসির আদেশ দেন আদালত। বাকি চারজন খালাস পেয়ে যান।

মাসুম একটি সংঘবদ্ধ অপরাধ চক্রের সদস্য ছিল। ভারতের নায়াদিল্লীসহ বিভিন্ন এলাকায় তার বিরুদ্ধে অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, বাগেরহাটের শরণখোলার জাহিদুল হত্যা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত মাসুম হাওলাদারকে ইন্টারপোলের মাধ্যমে ভারতের নয়াদিল্লী থেকে গ্রেফতার করেছে ভারতীয় পুলিশ। ভারত সরকারিভাবে ইন্টারপোলের মাধ্যমে এ বিষয়টি বাংলাদেশ সরকারকে অবহিত করেছে। আমরা আসামিকে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছি। এ ব্যাপারে আনুষ্ঠানিকতা সম্পন্ন না হওয়া পর্যন্ত বিস্তারিত কোন তথ্য প্রকাশ করা যাবে না।

শওকত আলী বাবু/এসএমএম/এমকেএইচ