বেতাগীর প্রতিটি কেন্দ্রে রয়েছেন একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট
বরগুনার বেতাগী পৌরসভা নির্বাচনে প্রতিটি ভোটকেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া হয়ে। ভোট গ্রহণের আগ থেকে শুরু করে ভোট গ্রহণ সম্পন্ন ও পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় ম্যাজিস্ট্রেটরা দায়িত্বপ্রাপ্ত ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করবেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এই প্রথমবারের মতো বেতাগী পৌরসভায় ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ করা হচ্ছে। প্রথম শ্রেণির এ পৌরসভায় মোট ভোটারের সংখ্যা নয় হাজার ২৭৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার চার হাজার ৫৪২ জন এবং নারী ভোটার চার হাজার ৭৩৫ জন।
নির্বাচনে মেয়র পদে তিনজন জন, কাউন্সিলর ২৭ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা বরগুনা জেলা নির্বাচন কর্মকর্তা দিলীপ কুমার হাওলাদার বলেন, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। এজন্য প্রতিটি কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া হয়েছে। এছাড়াও প্রতিটি কেন্দ্রে দায়িত্ব পালন করছেন সাতজন অস্ত্রধারী পুলিশ সদস্য ও দুইজন অস্ত্রধারী আনসার সদস্য।
তিনি আরও বলেন, নিরাপত্তায় ঘাটতি নেই নির্বাচনী এলাকার কোথাও। এক প্লাটুন বিজিবির পাশাপাশি বিপুল সংখ্যক র্যাব সদস্য দায়িত্ব পালন করছেন এই নির্বাচনে।
সাইফুল ইসলাম মিরাজ/এফএ/জেআইএম