স্ত্রীকে গাছের সঙ্গে বেঁধে মারপিট, স্বামী আটক
ফাইল ছবি
গাজীপুরে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে (২৬) গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করার অভিযোগে স্বামীকে আটক করেছে পুলিশ। তিনি মাদকাসক্ত বলে জানা গেছে।
সোমবার (২৮ ডিসেম্বর) দুপুরে কালিয়াকৈর উপজেলার রাখালিয়াচালা এলাকায় এ ঘটনা ঘটে।
আটক স্বামীর নাম মোকতার হোসেন (৩৭)। তিনি উপজেলার রাখালিয়াচালা এলাকার মৃত মধু মিয়ার ছেলে।
কালিয়াকৈর থানার অধীন মৌচাক পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) তোফায়েল হোসেন স্থানীয়দের বরাত দিয়ে জানান, পারিবারিক বিভিন্ন বিষয়ে স্ত্রী লাভলী আক্তারের সঙ্গে মাদকাসক্ত স্বামী মোক্তার মিয়ার দীর্ঘদিন ধরে মনোমালিন্য চলছিল। সোমবার দুপুরে তাদের মধ্যে ঝগড়া হলে মোকতার মিয়া স্ত্রীকে রশি দিয়ে গাছের সঙ্গে বেঁধে এলোপাতাড়ি মারপিট করতে থাকেন। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন এবং পুলিশকে খবর দেন।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতাবস্থায় লাভলীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় অভিযুক্ত মোকতার মিয়াকে আটক করা হয়েছে।
আমিনুল ইসলাম/এসআর/এমকেএইচ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাজীপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে বাইকচালক নিহত
- ২ প্রথমে অস্ত্র ছিনিয়ে র্যাব কর্মকর্তার পায়ে গুলি, পরে পিটিয়ে হত্যা
- ৩ সংস্কারের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ বলা সময়ের দাবি: আলী রীয়াজ
- ৪ যাত্রীবাহী লঞ্চ থেকে জব্দ ৫০ মণ জাটকা এতিম-দুস্থদের মাঝে বিতরণ
- ৫ গণভোট আগামীর বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাবে: আদিলুর রহমান