ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কুয়াকাটায় নৌকাকে হটিয়ে জগের জয়

কুয়াকাটা (পটুয়াখালী) | প্রকাশিত: ০৭:১০ পিএম, ২৮ ডিসেম্বর ২০২০

কুয়াকাটা পৌরসভা নির্বাচনে জগ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. আনোয়ার হাওলাদার বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি ভোট পেয়েছেন তিন হাজার ৩৩৩টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের আব্দুল বারেক মোল্লা পেয়েছেন দুই হাজার ৬৮৪ ভোট।

ভোটকেন্দ্র থেকে প্রাপ্ত প্রিসাইডিং অফিসারদের স্বাক্ষরিত ফলাফল শিট থেকে এসব তথ্য জানা গেছে।

কুয়াকাটা পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা জিয়াউর রহমান খলিফা সোমবার (২৮ ডিসেম্বর) বিকেল ৫টায় জানান, পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৮ হাজার ১২২।

এদিকে পর্যটনকেন্দ্র কুয়াকাটায় পৌর নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আব্দুল বারেক মোল্লাকে হটিয়ে স্বতন্ত্র প্রার্থী মো. আনোয়ার হাওলাদার বিজয় লাভ করায় হইচই পড়ে গেছে। এ পৌর ভোটে সাধারণ ভোটারদের ক্ষোভের বিস্ফোরণ ঘটেছে বলে মন্তব্য করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

কুয়াকাটা পৌর যুবলীগের আহ্বায়ক শেখ ইসহাক আলী বলেন, ‘আওয়ামী লীগের একাংশ আব্দুল বারেক মোল্লাকে সমর্থন করেনি। তারা স্বতন্ত্র প্রার্থীকে ভোট দিয়েছেন। বিএনপির ভোটও স্বতন্ত্র প্রার্থী পেয়েছেন। যে কারণে ভোটের ফল নৌকার পক্ষে হয়নি।’

কাজী সাঈদ/এসআর/এমকেএইচ