ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শীতলক্ষ্যা তীরের ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

জেলা প্রতিনিধি | নারায়ণগঞ্জ | প্রকাশিত: ০৯:৫৭ পিএম, ২৮ ডিসেম্বর ২০২০

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহণ কর্তৃপক্ষের উদ্যোগে নারায়ণগঞ্জে ৩০টি অবৈধ স্থাটনা উচ্ছেদে অভিযান পরিচালিত হয়েছে।

সোমবার (২৮ ডিসেম্বর) বিকেলে শহরের ৫ নম্বর খেয়াঘাট থেকে টার্মিনাল ঘাট পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়।

এ সময় বিআইডব্লিউটিএ’র নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম-পরিচালক শেখ মাসুদ কামাল উপস্থিত ছিলেন। অভিযান প্রসঙ্গে তিনি বলেন, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী নদীর তীরভূমিতে অবৈধ দখলদারদের উচ্ছেদ করে নদীকে তার জায়গা ফিরিয়ে দিতে হবে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহণ কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে নদীর পাড়ের সৌন্দর্য রক্ষা এবং অবৈধ স্থাপনা ও দখলদারদের উচ্ছেদে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, সে অভিযানের অংশ হিসেবে দুই মাস আগে ৫ নম্বর ঘাট থেকে টার্মিনাল ঘাট পর্যন্ত যে অবৈধ স্থাপনা আমরা উচ্ছেদ করেছিলাম কিছুদিনের ব্যবধানে দখলদাররা আবারও সেখানে অবৈধ স্থাপনা গড়ে তোলে। এই সারঘাট ও মাছ বাজারকে কেন্দ্র করে অবৈধভাবে যারা সৌন্দর্য নষ্ট করছে আমরা তাদের উচ্ছেদ করেছি।

jagonews24

শেখ মাসুদ কামাল আরও বলেন, সোমবার ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। মঙ্গলবারও ওই এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চলবে। আমাদের এই অভিযান চলমান থাকবে। নদীর তীরের সৌন্দর্য রক্ষা এবং অবৈধ স্থাপনা ও দখলদারদের উচ্ছেদে প্রতি সপ্তাহেই আমাদের অভিযান চলমান থাকবে।

অভিযানের সময় বিআইডব্লিউটিএ’র নারায়ণগঞ্জ নদী বন্দরের উপ পরিচালক মোবারক হোসেন, সহকারী পরিচালক নূর হোসেনসহ অন্যান্য কর্মকর্তা, উচ্ছেদকর্মী, বিপুল সংখ্যক নৌ পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

মো. শাহাদাত হোসেন/এমআরআর/এমকেএইচ