ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

শেখ হাসিনাই বছরের প্রথম দিন নতুন বই তুলে দিচ্ছেন : আমু

জেলা প্রতিনিধি | ঝালকাঠি | প্রকাশিত: ০৫:০৯ পিএম, ০১ জানুয়ারি ২০২১

‘শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ এ স্লোগানে বছরের প্রথম দিনে ঝালকাঠিতে শুরু হয়েছে বই উৎসব। শুক্রবার সকাল সাড়ে ১১ টায় সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বই উৎসবের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে উৎসবের উদ্বোধন করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু।

এ সময় তিনি বলেন, ‘শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিক্ষা খাতকে বিশেষ গুরুত্ব দিয়েছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ক্ষমতায় এসে যুগোপযোগী শিক্ষানীতি প্রণয়ন, শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ, বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দেয়া, করোনাকালে শিক্ষাকার্যক্রম অব্যাহত রাখাসহ নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছেন।’

সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার প্রমুখ।

মো. আতিকুর রহমান/এমএইচআর/জেআইএম