ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রাজাপুরে শতভাগ শিক্ষার্থী বই পায়নি

জেলা প্রতিনিধি | ঝালকাঠি | প্রকাশিত: ০৭:১৫ পিএম, ০১ জানুয়ারি ২০২১

ঝালকাঠির রাজাপুরে বছরের প্রথম দিনে মাধ্যমিকের সপ্তম শ্রেণিতে আংশিক, মাদ্রাসার সপ্তম শ্রেণিতে আংশিক, ইবতেদায়ীর তিনটি শ্রেণিতে আংশিক ছাড়া অন্য শিক্ষার্থীরা বই পায়নি। তবে প্রাথমিকের সবাই প্রথম দিনেই বই পেয়েছে।

এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আবুল বাশার তালুকদার বলেন, উপজেলায় মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা ৫৪টি। শিক্ষার্থীর সংখ্যা ১১ হাজার ৩৩১ জন। স্বতন্ত্র ইবতেদায়ীসহ মাদ্রাসা রয়েছে ৫০টি। এতে শিক্ষার্থী ১১ হাজার ৫২২ জন। এসব শিক্ষার্থীর জন্য মোট ৩ লাখ ৭৫ হাজার বইয়ের প্রয়োজন। কিন্তু বই এসেছে স্কুলের ২০ হাজার এবং মাদ্রাসার ৮ হাজার।

তিনি আরও বলেন, যে বইগুলো পাওয়া গেছে স্বাস্থ্যবিধি মেনে সেগুলো জানুয়ারির প্রথম দিনেই বিতরণ করা হয়েছে। করোনার কারনে কিছুটা দেরি হলেও জানুয়ারির মধ্যেই বাকি বইগুলো পাওয়া যাবে। বিদ্যালয়ে যেহেতু পাঠদান বন্ধ, তাই বই কিছুটা দেরিতে আসলেও কোনো সমস্যা হবে না।

তবে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মনিবুর রহমান বলেন, উপজেলায় সব মিলে মোট প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ১৪৯টি। এতে শিক্ষার্থী সংখ্যা ১৮ হাজার ৭১০ জন। প্রয়োজনীয় সব বই ইতোমধ্যে এসে পৌঁছেছে। স্বাস্থ্যবিধি মেনে জানুয়ারির প্রথম দিন থেকে পর্যায়ক্রমে বইগুলো বিতরণ করা হচ্ছে।

মো. আতিকুর রহমান/এমএইচআর/জেআইএম