গাজীপুরকে পরিকল্পিত নগর গড়তে সবার সহযোগিতা চাইলেন মেয়র জাহাঙ্গীর
গাজীপুরে ঐতিহ্যবাহী পিঠা উৎসব- ২০২১ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ জানুয়ারি) বিকেলে গাজীপুর মহানগরীর দিঘীরচালা এলাকায় গাজীপুর সোসাইটির উদ্যোগে এ পিঠা উৎসবের আয়োজন করা হয়।
উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলম।
বক্তব্যে মেয়র বলেন, গ্রাম বাংলার ঐতিহ্য পিঠা-পায়েসের পাশাপাশি হারিয়ে যাওয়া খেলাধুলাগুলোও আমাদের ফিরিয়ে আনতে হবে।
এ সময় তিনি গাজীপুর সিটিকে আধুনিক ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন।
গাজীপুর সোসাইটির সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম বাবুলের সভাপতিত্বে পিঠা উৎসবে পরিবহন শ্রমিক নেতা ওসমান আলী, আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম চৌধুরী, এসএম মোকসেদ আলম, কাউন্সিলর আব্দুল কাদির মণ্ডল, মোসলেম উদ্দিন চৌধুরী মূসা, মো. খোরশেদ আলম সরকার, সোসাইটির সাধারণ সম্পাদক মোস্তফা হুমায়ূন হিমু প্রমুখ বক্তব্য দেন।
মো. আমিনুল ইসলাম/এমআরআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাজীপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে বাইকচালক নিহত
- ২ প্রথমে অস্ত্র ছিনিয়ে র্যাব কর্মকর্তার পায়ে গুলি, পরে পিটিয়ে হত্যা
- ৩ সংস্কারের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ বলা সময়ের দাবি: আলী রীয়াজ
- ৪ যাত্রীবাহী লঞ্চ থেকে জব্দ ৫০ মণ জাটকা এতিম-দুস্থদের মাঝে বিতরণ
- ৫ গণভোট আগামীর বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাবে: আদিলুর রহমান