বিধি ভেঙে শোডাউন, মেয়র প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ
গাজীপুরের শ্রীপুর পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করায় এক মেয়র প্রার্থীকে কারণ দর্শনোর নোটিশ পাঠিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।
শুক্রবার (১ জানুয়ারি) রিটার্নিং কর্মকর্তা কাজী মো. ইস্তাফিজুল হক আকন্দ মেয়র পদে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী ফরহাদ আহমেদ মমতাজীকে এই নোটিশটি পাঠান।
নোটিশে উল্লেখ করা হয়েছে, শুক্রবার গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা পরিষদ চত্বরে এই মেয়র প্রার্থী সকাল সাড়ে ১০টায় মোটরসাইকেল ও পিক আপসহ শোডাউন করেছেন। যা পৌরসভা নির্বাচন আচরণ বিধিমালা ২০১৫ এর বিধি ১১ উপবিধি (১) ও (২) এর সুষ্পষ্ট লঙ্ঘন।
নোটিশ প্রাপ্তির ২৪ ঘণ্টার মধ্যে ওই প্রার্থীকে এ বিষয়ে সুস্পষ্ট ব্যাখা দিতে অনুরোধ করা হয়েছে।
শিহাব খান/এমআরআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাজীপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে বাইকচালক নিহত
- ২ প্রথমে অস্ত্র ছিনিয়ে র্যাব কর্মকর্তার পায়ে গুলি, পরে পিটিয়ে হত্যা
- ৩ সংস্কারের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ বলা সময়ের দাবি: আলী রীয়াজ
- ৪ যাত্রীবাহী লঞ্চ থেকে জব্দ ৫০ মণ জাটকা এতিম-দুস্থদের মাঝে বিতরণ
- ৫ গণভোট আগামীর বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাবে: আদিলুর রহমান