ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ফসলের সঙ্গে এ কেমন শত্রুতা!

জেলা প্রতিনিধি | মানিকগঞ্জ | প্রকাশিত: ০৮:১১ পিএম, ০৩ জানুয়ারি ২০২১

বাবা দ্বিতীয় বিয়ে করে বাড়ি ছেড়েছেন। মা, দুই ভাই আর বোনকে নিয়ে সংসার জুয়েল ঢালীর। ৪১ শতাংশ জমি আর ছোট্ট মুদি দোকানই তার আয়ের উৎস। করোনা দুর্যোগ কাটিয়ে অনেক কষ্ট করে এবার জমিতে রোপণ করেছেন পেঁয়াজ, বেগুন এবং মরিচ। গাছে মরিচও ধরেছে। কিন্তু রোববার (৩ ডিসেম্বর) সকালে মানিকগঞ্জের শিবালয় উপজেলার দক্ষিণ শালজানা গ্রামের জুয়েল ঢালী ক্ষেতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। দেখেন পেঁয়াজ, মরিচ এবং বেগুন ক্ষেত লন্ডভন্ড। বেশির ভাগই গাছই উপড়ে ফেলা হয়েছে।

জুয়েল ঢালী বলেন, ৪১ শতাংশ জমির ফসলই তাদের আয়ের উৎস। কাঁচা মরিচ, পেঁয়াজ এবং বেগুন ক্ষেত করতে প্রায় তিন লাখ টাকা খরচ হয়েছে। শনিবার (২ জানুয়ারি) রাতে ফসলগুলো নষ্ট করা হয়েছে।

jagonews24

তিনি অভিযোগ করেন, সৎ মায়ের সঙ্গে পারিবারিক বিরোধ দীর্ঘদিন ধরে। বিরোধের জেরে সৎ মা ঘটনাটি ঘটিয়েছে বলে দাবি তার। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

jagonews24

শিবালয় থানার এএসআই এমারত হোসেন জানান, জুয়েল ঢালীর অভিযোগের পর ঘটনাস্থল পরিদর্শন করি। তার ক্ষেতের ফসলের ব্যাপক ক্ষতি করা হয়েছে। তদন্ত শেষ হলেই বলা যাবে কারা এর সঙ্গে জড়িত।

বি এম খোরশেদ/এএইচ/জেআইএম