ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বিএনপির মানববন্ধনের ব্যানার কেড়ে নিল পুলিশ

জেলা প্রতিনিধি | ঝিনাইদহ | প্রকাশিত: ০১:৪১ পিএম, ০৭ জানুয়ারি ২০২১

পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে ঝিনাইদহ জেলা বিএনপির মানববন্ধন। তবে পুলিশ বলেছে, নাশকতা সৃষ্টি হওয়ার আশঙ্কায় তাদেরকে রাস্তায় দাঁড়াতে দেয়া হয়নি।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) বেলা ১১টার দিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের এইচএসএস সড়কে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সকালে মানববন্ধনের জন্য কার্যালয়ের সামনে ব্যানার নিয়ে সারিবদ্ধভাবে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছিলেন বিএনপির নেতাকর্মীরা। এ সময় পুলিশ এসে কর্মসূচিতে বাধা দেয়। একপর্যায়ে মানববন্ধনের ব্যানার কেড়ে নেয় পুলিশ। পরে পুলিশ নেতাকর্মীদের ধাওয়া করলে তারা ছত্রভঙ্গ হয়ে যান।

jagonews24

এ বিষয়ে জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট এম এ মজিদ বলেন, ‘মানববন্ধনে পুলিশের বাধা খুবই দুঃখজনক ঘটনা। আমরা এর তীব্র নিন্দা জানাই। আমরাতো বিশৃঙ্খলা করছিলাম না, শান্তিপূর্ণ মানববন্ধন করছিলাম। মানববন্ধনের একপর্যায়ে পুলিশ এসে আমাদের ব্যানার কেড়ে নেয় এবং আমাদের ছত্রভঙ্গ করে দেয়।’

ঝিনাইদহ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, নাশকতা সৃষ্টি হওয়ার আশঙ্কায় তাদেরকে রাস্তায় দাঁড়াতে দেয়া হয়নি।

আব্দুল্লাহ আল মাসুদ/এসআর/এমকেএইচ