ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বর্তমান সরকার কৃষিবান্ধব : কৃষিমন্ত্রী

জেলা প্রতিনিধি | টাঙ্গাইল | প্রকাশিত: ০৫:২৩ পিএম, ০৮ জানুয়ারি ২০২১

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, বর্তমান সরকার কৃষিবান্ধব। কৃষিকে সমৃদ্ধশালী করতে ৭০ শতাংশ ভতুর্কিতে সিআইজি কৃষকদের মাঝে পাওয়ার টিলার ও ধান মাড়াইয়ের মেশিন দিচ্ছে বর্তমান সরকার।

শুক্রবার (৮ জানুয়ারি) সকালে টাঙ্গাইলের ধনবাড়ীতে পাওয়ার টিলার ও ধান মাড়াই মেশিন বিতরণ কার্যক্রমের উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি। ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন তিনি।

কৃষিখাতকে এগিয়ে নিতে তার মন্ত্রণালয় ৩ হাজার কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে বলে এ সময় জানান মন্ত্রী।

jagonews24

ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ শামছুল আরেফীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এনএটিপি টু প্রকল্পের পরিচালক আজহারুল ইসলাম সিদ্দিকী, ধনবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনার রশিদ হীরা, কৃষিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী মাকছুদুল হাসান মাছুদ, কৃষি কর্মকর্তা মাহবুবুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাসুদুর রহমান, ফাহিমা আক্তার ফাহিমসহ অন্যান্যরা।

আলোচনা সভা শেষে ১৭টি সিআইজি কৃষক গ্রুপের মধ্যে ৩১টি পাওয়ার টিলার ও ১৫টি ধান মাড়াইয়ের মেশিন বিতরণ করা হয়।

এ সময় উপজেলা কৃষি উপ-সহকারী কর্মকর্তা, সংশ্লিষ্ট কর্মচারীরা এবং স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।

আরিফ উর রহমান টগর/এসএস/জিকেএস