ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শ্রীপুর পৌর নির্বাচন : জনসভায় রূপ নিচ্ছে আ.লীগের পথসভা

জেলা প্রতিনিধি | গাজীপুর | প্রকাশিত: ০৯:০৬ পিএম, ০৮ জানুয়ারি ২০২১

গাজীপুরের শ্রীপুর পৌর নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, প্রচারণা নিয়ে প্রার্থীদের ব্যস্ততা ততই বাড়ছে। শীতের কাক ডাকা ভোর থেকে রাত পর্যন্ত প্রার্থীরা ভোট চেয়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন। এর মাঝে প্রার্থীরা জনসংযোগের জন্য পথসভাও করছেন।

শুক্রবার (৮ জানুয়ারি) বিকেলে ৮ নম্বর ওয়ার্ডের কেওয়া পশ্চিম খণ্ড গ্রামের দারগারচালা এলাকায় আওয়ামী লীগ প্রার্থী আনিছুর রহমানের জনসংযোগ জনসভায় রূপ নেয়। আ.লীগ প্রার্থী আসার খবরে কর্মী ও সমর্থকদের ভিড়ে মুহূর্তেই পাল্টে যায় জনসংযোগের চিত্র। গুটিকয়েক নেতাকর্মী নিয়ে প্রচারণা শুরু করলেও তাতে বিপুল সংখ্যক নেতাকর্মী ও ভোটারের উপস্থিতিতে পথসভাগুলো জনসভায় রুপ নেয়।

jagonews24

দারগারচালা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বীর মুক্তিযোদ্ধা আ জ ম এনামুল হকের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামানের সঞ্চালনায় নির্বাচনী জনসংযোগের পথসভায় বক্তব্য দেন আ.লীগ মনোনীত প্রার্থী আনিছুর রহমান, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সহ-সম্পাদক অ্যাডভোকেট হারুন অর রশিদ ফরিদ, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ, উপজেলা যুবলীগের সভাপতি কমর উদ্দিন, আ.লীগ নেতা মোস্তফা কামাল আকন্দ, যুবলীগ নেতা রুহুল কিস, পৌর শ্রমিকলীগ সভাপতি মো. কামরুল হাসান, উপজেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক আব্দুর রহিম, তাঁতীলীগের সভাপতি মোহাম্মদ আলী, কাউন্সিলর প্রার্থী আজগর আলী, ইমরান হোসেন ডন ও মেহেদী হাসান রিপন প্রমুখ।

শিহাব খান/এমএইচআর/জিকেএস