না. গঞ্জে অপহরণের ঘটনায় গ্রেফতার ৩
নারায়ণগঞ্জের ফতুল্লায় নুরুল হক (৫৫) নামে এক স্বর্ণকারকে আটক করে মুক্তিপণ দাবি করার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দুপুরে ফতুল্লার শাসনগাও এলাকা হতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- আল আমিন ওরফে রফিক (২৭), মো. আল-আমিন (২৬) ও রুমা আক্তার মোহনা (৩১)।
অপহ্নত নুরুল হক নিউজকে জাগো জানান, তিনি সপরিবারে ফতুল্লার শাসনগাও এলাকার বোর্ড বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিল। তার বিসিক শিল্পনগরীতে একটি স্বর্ণের দোকান আছে। পরিবারে লোক সংখ্যা বেশি হওয়ায় নতুন ফ্লাট খোঁজার জন্য বের হয়। শনিবার বেলা ১১ টায় অপহরণকারী চক্রের এক সদস্য ফ্লাট বাসা দেখানোর কথা বলে শাসনগাও এলাকার একটি ফ্লাটের ৪র্থ তলায় নিয়ে যায়।
এ সময় তারা ওই ফ্লাটে নিয়ে নুরুল হকের হাত পা ও মুখ বেঁধে আটক করে রাখে। পরে নুরুল হকের ছেলের কাছে ফোন করে মুক্তিপণ হিসেবে ৫লাখ টাকা দাবি করে। এক ঘণ্টার মধ্যে নুরুল হকের ছেলে বিকাশের মাধ্যমে ৩০ হাজার পাঠালে রাত ১১ টায় নুরুল হককে ছেড়ে দেয়। পরে তারা ঘটনাটি ফতুল্লা থানা পুলিশকে জানালে সকালে অপহরণকারী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করে।
ফতুল্লা মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাহিদ আহম্মেদ ঘটনার সত্যতা স্বীকার করে জাগো নিউজকে জানান, অভিযুক্ত অপহরণকারী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ১০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
শাহাদাত হোসেন/এসএস/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ২ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান
- ৩ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ মনোনয়ন না পাওয়া দুই নেতার সমর্থকদের
- ৪ খুলনায় বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল
- ৫ ১৫ বছরে দেশ থেকে সাড়ে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: শিবির সভাপতি