ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

‘আগামী দিনে যেকোনো আন্দোলনে কৃষকলীগ সবার আগে রাজপথে থাকবে’

নিজস্ব প্রতিবেদক | রাজবাড়ী | প্রকাশিত: ০৭:৩৯ পিএম, ১১ জানুয়ারি ২০২১

বাংলাদেশ কৃষকলীগ রাজবাড়ী জেলা শাখার অনুষ্ঠিত বর্ধিত সভায় সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (১১ জানুয়ারি) দুপুরে জেলা কৃষকলীগের আয়োজনে জেলার শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

এতে আমন্ত্রিত কেন্দ্রীয় কমিটির নেতাদের ও পাঁচ উপজেলার সভাপতি ওসাধারন সম্পাদকের প্রস্তাবের ভিত্তিতে আবু বক্কর খানকে আহ্বায়ক করে সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয় এবং ৩ মাসের মধ্যে সম্মেলন সম্পূর্ণ করতে বলা হয়।

এতে রাজবাড়ী জেলা কৃষকলীগের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ কৃষকলীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শরীফ আশরাফ আলী।

COLLAGE_2

প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী হক।

রাজবাড়ী জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর খানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কেন্দ্রীয় কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক হিজবুল বাহার রানা, সহ-স্বাস্থ্য সম্পাদক জামাল হোসেন মুন্না, সদস্য সাইফুল ইসলাম খান নকিব প্রমুখ।

এ সময় বক্তরা বলেন- সবার সম্মতিতে রাজবাড়ী জেলা কৃষকলীগের কমিটি গঠনের জন্য সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক করা হচ্ছে। যার মাধ্যমে আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ জেলা কমিটি করা হবে।

আওয়ামী লীগের মূল অঙ্গ সংগঠনের একটি হলেও দেখা যায় কৃষকলীগের প্রোগ্রাম হলে অবহেলা করেন বড় বড় নেতাকর্মীরা। তাই আগামীদিনে যেকোনো আন্দোলনে কৃষকলীগ সবার আগে রাজপথে থাকবে বলেও জানান তারা।

রুবেলুর রহমান/এসএমএম/এমএস