ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক গ্রেফতার

জেলা প্রতিনিধি | সিরাজগঞ্জ | প্রকাশিত: ০১:৩০ পিএম, ১৪ জানুয়ারি ২০২১

সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গত বুধবার (১৩ জানুয়ারি) রাতে সিরাজগঞ্জ শহরের ধানবান্ধি মহল্লা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী জানান, বিএনপি নেতা রাশেদুল হাসান রঞ্জনের নামে দু’টি মামলায় ওয়ারেন্ট থাকায় রাতে তাকে গ্রেফতার করা হয়।

আজ বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেল হাজাতে পাঠানো হবে বলেও জানান ওসি।

রাজু দেওয়ান/এসজে/জিকেএস