ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সারিয়াকান্দিতে ইভিএমে বিড়ম্বনা, ভোটারের দীর্ঘ সারি

নিজস্ব প্রতিবেদক | বগুড়া | প্রকাশিত: ০৩:৩৪ পিএম, ১৬ জানুয়ারি ২০২১

বগুড়ার সারিয়াকান্দি পৌরসভা নির্বাচনে প্রথমবারের মতো ব্যবহার হচ্ছে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)। শনিবার (১৬ জানুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনে ইভিএম নিয়ে ভোটারদের মাঝে নানা বিড়ম্বনার অভিযোগ রয়েছে।

নির্বাচন সংশ্লিষ্টরা বলছেন, ভোটার ও ভোটগ্রহণকারী সবার জন্য ইভিএম নতুন। ফলে প্রতিটি ভোট গ্রহণে ১০ থেকে ১৫ মিনিট সময় লাগছে। এ কারণে ভোটারদের দীর্ঘ লাইন তৈরি হয়েছে।

পৌরসভার বাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসা কোহিনুর বেগম বলেন, আমার বয়স ৬০ বছর। দাঁড়িয়ে থাকতে পারি না। দুপুর ১২টায় লাইনে দাঁড়িয়েছি। এখন ৩টা বাজে, তাও ভোট দিতে পারিনি।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা সাখাওয়াত হোসেন বলেন, এখন পর্যন্ত কোনো কেন্দ্রে অনিয়মের অভিযোগ পাইনি। ইভিএমে ভোটগ্রহণ এ অঞ্চলে এটিই প্রথম। ফলে কিছুটা বিড়ম্বনা হচ্ছে। তবে নির্বাচন সুষ্ঠু হচ্ছে।

তিনি আরও বলেন, বিকাল ৩টা পর্যন্ত শতকরা ৬৫ ভাগ ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন।

এএইচ/এমএস