শিমুলিয়া-কাওড়াকান্দি রুটে ৬ ঘণ্টা পর ফেরি চলা শুরু
ফাইল ছবি
ঘন কুয়াশার কারণে শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে প্রায় ছয় ঘণ্টা বন্ধ থাকার পর সোমবার সকাল ৯টা থেকে আবার ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
ঘাট সূত্রে জানা গেছে, রাত ৩টার দিকে হঠাৎ করে কুয়াশা বেড়ে যাওয়ায় ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। এ সময় ৬টি ফেরি মাঝ নদীতে শতাধিক যানবাহন ও যাত্রী নিয়ে আটকা পড়ে। তাছাড়া নদীর দুই পাড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সোমবার সকাল ৯টার দিকে কুয়াশা কমে গেলে ফেরিগুলো আবার চলাচল শুরু করে। এই রুটে বর্তমানে তিনটি রো রো ফেরিসহ ১৩টি ফেরি চলাচল করছে।
বিআইিব্লিউটিসির কাওড়াকান্দি ফেরিঘাটের ব্যবস্থাপক আ. সালাম জাগো নিউজকে বলেন, বর্তমানে নৌযান চলাচল স্বাভাবিক আছে।
একেএম নাসিরুল হক/এসএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান
- ২ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ মনোনয়ন না পাওয়া দুই নেতার সমর্থকদের
- ৩ খুলনায় বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল
- ৪ ১৫ বছরে দেশ থেকে সাড়ে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: শিবির সভাপতি
- ৫ মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ