ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মোংলায় নৌকার বিজয়ে আ.লীগের দায়িত্ব বেড়ে গেল : খুলনার মেয়র

মোংলা (বাগেরহাট) | প্রকাশিত: ০৯:০৬ পিএম, ১৭ জানুয়ারি ২০২১

বাগেরহাটের মোংলা পোর্ট পৌরসভার নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান বিজয়ী হয়েছেন। এ উপলক্ষে রোববার দুপুরে দলীয় কার্যালয়ে মোংলা উপজেলা ও পৌর আওয়ামী লীগের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক।

এ সময় আব্দুল খালেক বলেন, শেখ আব্দুর রহমানের বিজয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের দায়িত্ব আরও বেড়ে গেল। আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতি পছন্দ করে না। নির্বাচনের পরে মনে করবেন সবাই ভোট দিয়েছে। কেউ প্রতিহিংসার রাজনীতি করবেন না। রাষ্ট্রীয় ক্ষমতায় শেখ হাসিনা। তার ভাবমূর্তি উজ্জ্বল রাখতে হবে। নির্বাচন পরবর্তী পরিবেশ-পরিস্থিতি ভালো রাখতে হবে।

তিনি আরও বলেন, পরীক্ষিত লোক আদর্শচ্যুত হবে না। যারা নির্বাচিত হয়েছেন তাদেরকে ৫ বছর পর জনগণের কাছে জবাবদিহি করতে হবে। তাই এক বছরের মধ্যে মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে উন্নয়নের চাবিকাঠিতে পরিণত হতে হবে।

jagonews24

নবনির্বাচিত মেয়র শেখ আব্দুর রহমান বলেন, পৌরবাসীর কাছে ভোট ভিক্ষা করে জয়লাভ করেছি। মানুষের আশা পূরণ করে যেন নৌকার সম্মান রাখতে পারি সেই জন্য সকলের সহযোগিতা চাই।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক মোল্লা আব্দুর রউফ, উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ইকবাল হোসেন ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস কামরুন্নাহার হাই। এ সময় নবনির্বাচিত কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।

অনষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র সেখ আব্দুস সালাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ শেখ কামরুজ্জামান জসিম, আওয়ামী লীগ নেতা মাহমুদ হাসান ছোটমনি, তালুকদার আক্তার ফারুক, কাজী গোলাম হোসেন বাবলু, উৎপল মন্ডল, সাখাওয়াত হোসেন মিলন, ইউপি চেয়ারম্যান মোল্লা মো. তারিকুল ইসলাম, শেখ কবির হোসেন, মো. ইস্রাফিল হোসেন হাওলাদার, গাজী আকবর হোসেন, নারজিনা বেগম নাজিন, মহিলা আওয়ামী লীগ নেত্রী দরিয়া তালুকদার প্রমুখ।

এরশাদ হোসেন রনি/এমএসএইচ/জেআইএম