ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

খেলার ছলে প্রাণ হারালো স্কুলছাত্র

জেলা প্রতিনিধি | জামালপুর | প্রকাশিত: ০৬:২২ পিএম, ১৮ জানুয়ারি ২০২১

বকশীগঞ্জে ট্রাক্টরচাপায় ছাদিকুর (৮) নামের দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

সোমবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের উত্তর কামালপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ছাদিকুর একই এলাকার দেলোয়ার হোসেনের ছেলে ও স্থানীয় সেইফ একাডেমির দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।

জানা যায়, উত্তর কামালপুর এলাকার জালাল মিয়ার ছেলে জিকারুল ইসলাম ট্রাক্টর দিয়ে জমি চাষ করার সময় জিকারুলের চাচাতো ভাই দেলোয়ার হোসেনের পুত্র ছাদিকুর ট্রাক্টরের ওপর গিয়ে বসে। তাকে নিয়েই জমি চাষ করছিলো তিনি। হঠাৎ করে সেখান থেকে ছাদিকুর ট্রাক্টরের নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

ধানুয়া কামালপুর ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সম্রাট জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এসএমএম/জিকেএস