বাড়ি ফেরা হলো না প্রতিবন্ধী কৃষকের
ফাইল ছবি
রাজশাহী-গোপালগঞ্জ রেল রুটের রাজবাড়ীর বালিয়াকান্দির জামালপুরে টুঙ্গীপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে আবু কেচির শেখ ওরফে কেচির পাগল (৩৫) নামের এক প্রতিবন্ধী কৃষকের মৃত্যু হয়েছে।
বুধবার (২০ জানুয়ারি) সকাল ৯টার দিক ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আবু কেচির শেখ উপজেলার বেতেঙ্গা গ্রামের আসমত শেখের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কেচির শেখ একজন প্রতিবন্ধী কৃষক। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে জামালপুর বাজার থেকে রেললাইন দিয়ে বাড়ি ফেরার সময় গোপালগঞ্জ থেকে রাজশাহীগামী টুঙ্গীপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মারা যান।
রাজবাড়ীর রেলওয়ে স্টেশন মাস্টার তন্ময় দত্ত জানান, বুধবার সকালে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু হয়েছে। তিনি একজন প্রতিবন্ধী কৃষক।
রুবেলুর রহমান/এসএমএম/এমকেএইচ