গাইবান্ধায় ১১৪ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
গাইবান্ধা শহর থেকে ১১৪ বোতল ফেনসিডিলসহ আল-আমিন (২৫) নামে এক যুবককে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার সন্ধ্যার পর শহরের সড়ক ও জনপথ কার্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়।
গাইবান্ধা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন বলেন, মোটরসাইকেলে করে গাইবান্ধা শহরে আসার পথে সড়ক ও জনপথ কার্যালয়ের সামনে আল-আমিনকে আটক করা হয়।
পরে তার ১৫০ সিসি টিভিএস মোটরসাইকেলের ট্যাঙ্ক ও সিটের ভিতর বিশেষ কায়দায় রাখা ১১৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
রাতে গোয়েন্দা পুলিশের ওই কর্মকর্তা জানান, আল-আমিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আল-আমিন দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার কুলানন্দপুর গ্রামের বাদশা মিয়ার ছেলে।
অমিত দাশ/বিএ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ২ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান
- ৩ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ মনোনয়ন না পাওয়া দুই নেতার সমর্থকদের
- ৪ খুলনায় বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল
- ৫ ১৫ বছরে দেশ থেকে সাড়ে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: শিবির সভাপতি