ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নুডলস রান্না করার কথা বলে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) | প্রকাশিত: ০৪:০৪ পিএম, ২৪ জানুয়ারি ২০২১

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় চতুর্থ শ্রেণির এক (১০) ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মোশাররফ হোসেন (৫১) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৪ জানুয়ারি) দুপুরে তাকে গ্রেফতার করা হয়। এর আগে সকাল ১০টায় ভুক্তভোগীর বাবা সিদ্ধিরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শনিবার (২৩ জানুয়ারি) বেলা ১১টায় নুডলস রান্না করার কথা বলে ওই স্কুলছাত্রীকে তার বান্ধবী উপজেলার জালকুড়িতে মোশাররফের ভাড়া বাসায় নিয়ে যায়। মোশাররফ ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করলে সে চিৎকার করে রুম থেকে বের হয়ে নিজ বাসায় চলে যায়।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এস কে শাওন/এসজে/জেআইএম