দিনাজপুরে ৫টি স্বর্ণের বারসহ আটক ১
ফাইল ছবি
দিনাজপুরের বিরামপুরে ৫টি স্বর্ণের বারসহ মো. সুলতান মাহমুদ (৩০) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার সকাল সাড়ে ৭ টায় উপজেলার কলেজ মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক সুলতান মাহমুদ হাকিমপুর উপজেলার জাংগই গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে।
২৯ বিজিবি বিরামপুর বিওপি সদস্য হাবিলদার মাসুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ৭ টায় কলেজ মোড়ে মো. সুলতান মাহমুদ (৩০) নামে এক যুবককে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
২৯ বিজিবি বিরামপুর বিওপি ক্যাম্প কমান্ডার গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, তাকে জিজ্ঞাসাবাদের পর থানায় হস্তান্তর করা হবে।
এমদাদুল হক মিলন/এসএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ প্রচারণায় প্লাস্টিক সামগ্রী ব্যবহার, জামায়াত প্রার্থীকে শোকজ
- ২ শুধু সৎ ও যোগ্য লোক দিয়ে সরকার চলে না: জামায়াত প্রার্থী
- ৩ পদত্যাগ করে নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করলেন ৪ বিএনপি নেতা
- ৪ ভোজের আয়োজন করায় বিএনপি প্রার্থী ও জামায়াত কর্মীদের জরিমানা
- ৫ পঞ্চগড়ে পক্ষপাতের অভিযোগে রিটার্নিং অফিসারের কার্যালয় ঘেরাও