আচরণবিধি লঙ্ঘন, বিএনপি প্রার্থীকে জরিমানা
মৌলভীবাজার পৌর নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিএনপির মেয়র প্রার্থী অলিউর রহমানকে জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যামাণ আদালত।
রোববার (২৪ জানুয়ারি) ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান মেয়র প্রার্থীকে তিন হাজার টাকা জরিমানা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান জাগো নিউজকে বলেন, পৌর নির্বাচনের আচরণ বিধিমালা অনুযায়ী মিছিল করা যাবে না। কিন্তু মেয়র প্রার্থী অলিউর রহমান ২৫-৩০ জন লোক নিয়ে মিছিল করছিলেন। সেসময় তাদের হাতে ছিল হ্যান্ড মাইক, যা আচরণবিধি লঙ্ঘন।
তিনি বলেন, আচরণবিধি লঙ্ঘনের দায়ে মেয়র প্রার্থীকে তিন হাজার টাকা জরিমানা করে মিছিল ছত্রভঙ্গ করা হয়েছে।
উল্লেখ্য, ৩০ জানুয়ারি মৌলভীবাজারের পৌর নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে মেয়র পদে দুইজন, কাউন্সিলর পদে ২৭ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০ জনসহ মোট ৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এসএমএম/জেআইএম