ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ওভারটেক করতে গিয়ে প্রাণ গেল দুই স্কুলছাত্রের

জেলা প্রতিনিধি | ফরিদপুর | প্রকাশিত: ০৫:৩৮ পিএম, ২৫ জানুয়ারি ২০২১

ফরিদপুরে মোটরসাইকেলে ওভারটেক করতে গিয়ে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল দুই স্কুলছাত্রের। সোমবার (২৫ জানুয়ারি) দুপুরে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গার হামেরদী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী গ্রামের আবুল খায়ের ফকিরের ছেলে সাকিল ফকির (১৫) ও নাজিরপুর গ্রামের সানোয়ার মাতুব্বরের ছেলে শাহীন মাতুব্বর (১৪)।

তারা স্থানীয় বিলদীয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। সাকিল ওই বিদ্যালয়ের নবম শেণিতে ও শাহীন অষ্টম শ্রেণিতে পড়তেন বলে জানা গেছে।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওমর ফারুক জানান, মোটরসাইকেলযোগে দুই শিক্ষার্থী পুখুরিয়া থেকে ভাঙ্গা বাজারে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি মহাসড়কের হামেরদীর মোড়ে এসে ওভারটেক করতে গেলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে ধাক্কা লেগে ছিটকে পড়ে যান। এতে ঘটনাস্থলে দুইজন মারা যান।

তিনি আরও বলেন, স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দের চেষ্টা চলছে।

তরিকুল ইসলাম হিমেল/ আরএইচ/জিকেএস