ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

যন্ত্রে উৎসাহ বাড়াতে বিনামূল্যে ধানের চারা লাগালো কৃষি বিভাগ

জেলা প্রতিনিধি | রাজবাড়ী | প্রকাশিত: ০৮:৫৭ এএম, ২৬ জানুয়ারি ২০২১

কৃষিযন্ত্রের ব্যবহার বৃদ্ধি, খামার যান্ত্রিকীকরণ ও খরচ কমিয়ে কৃষককে উৎসাহিত করার লক্ষ্যে রাজবাড়ী সদর উপজেলার ৭২ জন কৃষকের ৫০ একর জমিতে রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে বোরো হাইব্রীড ধানের চারা রোপণ করে দিয়েছে কৃষি বিভাগ। এ চারা রোপণের জন্য বিনামূল্যে বীজ-সার সরবারাহ করেছে কৃষি বিভাগ।

সোমবার দুপুরে সদর উপজেলার আলীপুরে রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে এ ধানের চারা রোপণের উদ্বোধন অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে চারা রোপণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমি মো. সায়েফ।

অন্যান্যের মধ্যে উপজেলা কৃষি অফিসার শেখ বাহাউদ্দিন, আলীপুর ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ মনসুর আলম, শেখ সজল, কৃষক আবুল কালামসহ ওই ব্লকের কৃষকরা উপস্থিত ছিলেন।

এ সময় কৃষক আবুল কালামের ৮৫ শতাংশ জমিতে রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে ধানের চারা রোপণ করা হয় এবং পর্যায়ক্রমে আগামী চারদিনের মধ্যে ৫০ একর জমির চারা রোপণ করা হবে বলে জানা গেছে।

উপজেলা কৃষি অফিসার শেখ বাহাউদ্দিন জানান, যন্ত্রের ব্যবহার বৃদ্ধি, খামার যান্ত্রিকিরণ ও খরচ কমিয়ে কৃষককে উৎসাহিত করার লক্ষ্যে সদর উপজেলায় এ মৌসুমে সরকারি প্রণোদনার আওতায় ৭২ জন কৃষকের ৫০ একর জমিতে বোরো হাইব্রিড জাতের ধানের চারা সরকারের পক্ষ থেকে বিনা খরচে রোপণ করে দেয়া হচ্ছে।

এ যন্ত্রের মাধ্যমে কৃষকের উৎপাদন খরচ অর্ধেকে নেমে আসবে। এজন্য সরকারের পক্ষ থেকে কৃষকদের সার-বীজ সরবরাহ, চারা উৎপাদন, রোপণ এবং কর্তনের সময়ও কৃষকদের সার্পোট দেয়া হবে। এ জাতের চারা মাত্র ২০ থেকে ২২ দিনে রোপণের উপযোগী হয়।

রুবেলুর রহমান/এফএ/জেআইএম