এমপির স্ত্রীসহ ৭ আওয়ামী লীগ নেতা বহিষ্কার
দলীয় প্রার্থীর বিপক্ষে কাজ করায় নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তির স্ত্রী উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক চন্দনা হকসহ সাতজনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
সোমবার (২৫ জানুয়ারি) জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস ও সাধারণ সম্পাদক এবং সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃতরা হলেন, কালিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি সরদার মুজিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিশ্বনাথ স্বর্ণকার, যুগ্ম সম্পাদক নাজমুল হক প্রিন্স, হামিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুন্সী গোলাম মোহাম্মদ, সালামাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুল আওয়াল ও ইলিয়াসাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোল্যা সেকেন্দার আলী।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নড়াইলের কালিয়া পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ওয়াহিদুজ্জামান হীরা (নৌকা) প্রতীক নিয়ে মেয়র পদে নির্বাচন করছেন। নির্বাচনে দলীয় প্রার্থীর বিপক্ষে অবস্থান নিয়ে বিদ্রোহী প্রার্থী ফকির মুশফিকুর রহমান লিটনের নির্বাচনী প্রচারনায় অংশ গ্রহনের অভিযোগ করেন দলীয় প্রার্থী। পরে বিষষটির সত্যতা প্রমাণিত হওয়ায় দলীয় শৃংখলাভঙ্গের অভিযোগে তাদের সাময়িকভাবে বহিষ্কার করা হয়।
সেখানে আরও বলা হয়, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ বরাবর তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ করা হয়।
হাফিজুল নিলু/আরএইচ/এমএস