ছুরিকাঘাতে পুলিশের সোর্স হত্যা
ফাইল ছবি
গাজীপুরে জাকির হোসেন (৬০) নামে পুলিশের এক সোর্সকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (২৬ জানুয়ারি) টঙ্গীর মরকুন পশ্চিমপাড়া এলাকার রাস্তা থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত জাকির হোসেন বরগুনা জেলার পাগড় গাইচ্ছা গ্রামের মমিন উদ্দিনের ছেলে। তিনি পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ওই এলাকায় একটি রাস্তার পাশে জাকির হোসেনকে এলোপাথাড়ি কুপিয়ে ফেলে যায় দুর্বৃত্তরা। তার চিৎকারে স্থানীয়রা উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাসুদ রানা জানান, জাকিরের ডান ও বাম উরুর রগ কেটে গেছে। শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
জাকিরের স্ত্রী লাইলী বেগম জানান, মঙ্গলাবার (২৬ জানুয়ারি) দুপুর ৩টার দিকে আমার মোবাইলে একটি কল আসে। স্বামীর লাশ হাসপাতালে আছে বলে এসময় আমাকে জানানো হয়। তিনি পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন বলেও জানান তিনি।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
মো. আমিনুল ইসলাম/আরএইচ/জিকেএস