অস্ত্রোপচারের পর নিম্নমানের সুতা দিয়ে সেলাই, চিকিৎসকের নামে মামলা
নড়াইলের একটি ক্লিনিকে নিম্নমানের সামগ্রী ব্যবহার করে অস্ত্রোপচার করা, চিকিৎসকের গাফিলতিতে প্রসূতি মায়ের জীবন সংকটাপন্ন হওয়ার অভিযোগে আদালতে মামলা হয়েছে। মামলায় নড়াইল সদর হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. মো. আকরাম হোসেনসহ ইমন ক্লিনিকের মালিক মো. সারোয়ার হোসেন ও তার স্ত্রী শিল্পী বেগমকে আসামি করা হয়েছে।
সোমবার (২৫ জানুয়ারি) মামলাটি করেন ভুক্তভোগী প্রসূতি ঝুমা বেগমের স্বামী মাহফুজ নুর রিপন। নড়াইল সদর নালিশি আদালতে মামলাটি দায়ের করা হয়।
আদালতের বিচারক সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমাতুল মোর্শেদা আগামী ২৫ ফেব্রুয়ারি সিভিল সার্জনকে সশরীরে হাজির হয়ে প্রতিবেদন দাখিলের জন্য বলেন।
মামলায় বলা হয়, ২৪ ডিসেম্বর ইমন ক্লিনিকে সিজার অস্ত্রোপচার করাতে যান ঝুমা বেগম। অস্ত্রোপচার করেন সদর হাসপাতালের চিকিৎসক ডা. মো. আকরাম হোসেন। অস্ত্রোপচারে নিম্নমানের সুতা এবং সামগ্রী ব্যবহার করা হয়। ফলে রোগীর তলপেট ফেটে রক্ত বের হয়ে জরায়ু এবং প্রস্রাবের নালিতে পচন ধরে। অবস্থা খারাপ হলে খুলনায় নিয়ে দ্বিতীয় দফা অস্ত্রোপচার করে জরায়ু কেটে ফেলা হয়। ভুল চিকিৎসায় চিকিৎসক ও ক্লিনিক মালিক যুক্ত।
অস্ত্রোপচারে নিম্নমানের সামগ্রী ব্যবহার এবং চিকিৎসকের গাফিলতির কারণে চার লাখ টাকা খরচসহ স্ত্রীর জীবন বিপন্ন হওয়ায় আদালতের কাছে উপযুক্ত প্রতিকার দাবি করেন মামলার বাদী মাহফুজ নুর রিপন।
হাফিজুল নিলু/এসআর/জিকেএস