বরিশালে অস্ত্রসহ আটক ১
বরিশালে ওয়ান শুটার গান ও দুইটি কার্তুজসহ মো. জসিম উদ্দিন (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব-৮। মঙ্গলবার সকালে নগরীর কাউনিয়া ব্রাঞ্চ রোড সাবান ফ্যাক্টরি সংলগ্ন মসজিদ বাড়ি সড়ক থেকে তাকে আটক করা হয়।
আটক জসিম ওই এলাকার মৃত সোনামদ্দীন মিয়ার ছেলে এবং সাবেক ওয়ার্ড কাউন্সিলর নিগার সুলতানা হনুফার ভাই।
বরিশাল র্যাব-৮ এর মেজর হাসিবুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জসিমের বসতঘরে অভিযান চালানো হয়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে জসিমকে আটক করা হয়।
পরে জসিমের স্বীকারোক্তি মতে তার টিনশেড ঘরের সঙ্গে সংযুক্ত রান্নাঘর থেকে একটি ওয়ান শুটার গান ও দুইটি কার্তুজ উদ্ধার করা হয়। জসিম নগরীর বিভিন্ন এলাকায় আগ্নেয়াস্ত্র দেখিয়ে সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ড ঘটিয়ে আসছিলো। এ ঘটনায় মামলা দায়ের হবে বলেও জানান মেজর হাসিবুল।
সাইফ আমীন/এআরএ/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান
- ২ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ মনোনয়ন না পাওয়া দুই নেতার সমর্থকদের
- ৩ খুলনায় বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল
- ৪ ১৫ বছরে দেশ থেকে সাড়ে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: শিবির সভাপতি
- ৫ মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ