ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বিশালাকৃতির ডলফিনটির মারা যাওয়ার যেসব কারণ জানা যাচ্ছে

জেলা প্রতিনিধি | পটুয়াখালী | প্রকাশিত: ০৪:১১ পিএম, ২৯ জানুয়ারি ২০২১

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে বিশালাকৃতির একটি মৃত ডলফিন। মাছটির শীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, জেলেদের আঘাতের ফলেই ডলফিনটির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) গভীর রাতে সৈকতের লেম্বুরবন সংলগ্ন তিনটি নদীর মোহনায় ১০ ফুট লম্বা ডলফিনটি ভেসে ওঠে। প্রথমে স্থানীয় জেলেরা মাছটি দেখতে পেয়ে মৎস্য বিভাগের কর্মকর্তাদের খবর দেয়।

jagonews24

কলাপাড়া মৎস্য কর্মকর্তা জহিরুন্নবী জানান, সংরক্ষণাগার না থাকায় মাছটি ট্যুরিস্ট পুলিশ ও মৎস্য বিভাগের যৌথ উদ্যোগে মাটি চাপা দেয়া হয়েছে।

পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মো. এমদ্যাদুল্লাহ জানান, সৈকতে মৃত ডলফিন ভেসে আসার বিষয়টি পর্যালোচনা করা হয়েছে। ধারণা করা হচ্ছে, গভীর সমুদ্রে চলাচলকৃত মাদার ভেসেলে আটকে গিয়ে আহত হলে তারা সমুদ্রে ফেলে দেয়। ওই অবস্থায় ভাসতে ভাসতে সৈকতে পৌঁছে।

এসআর/জেআইএম