ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পটুয়াখালীতে পৌঁছেছে ৪৮ হাজার ডোজ করোনার টিকা

জেলা প্রতিনিধি | পটুয়াখালী | প্রকাশিত: ০১:০৩ এএম, ৩০ জানুয়ারি ২০২১

বরিশাল থেকে পটুয়াখালী জেলার মানুষের জন্য ৪৮ হাজার ডোজ করোনার টিকা পাঠানো হয়েছে।

শুক্রবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে এসব টিকা পটুয়াখালী সিভিল সার্জন অফিসে পৌঁছায়।

পটুয়াখালীর সিভিল সার্জন ডা. জাহাংগীর আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ প্রথম ধাপে ৪ হাজার ৮০০ ভায়াল পাওয়া গেছে। এ থেকে মোট ৪৮ হাজার মানুষকে টিকা দেয়া যাবে।

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল এবং প্রত্যেক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই ভ্যাকসিন দেয়া হবে।

সিভিল সার্জন আরও বলেন, প্রতিটি টিকাদান কেন্দ্রে মোট ছয়জন দায়িত্ব পালন করবেন। এর মধ্যে দুই জন টিকাদানকারী এবং চারজন সেচ্ছাসেবী হিসেবে থাকবেন। একটি টিকাদান টিম দৈনিক গড়ে ১০০ থেকে ১৫০ জনকে টিকা দিতে পারবে।

এসজে