ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে দুপুরে জিডি, রাতে পরিবারসহ কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক | বগুড়া | প্রকাশিত: ০২:৫৩ এএম, ৩০ জানুয়ারি ২০২১

বগুড়ার শাজাহানপুরে মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে দুপুরে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পর রাতেই পরিবারসহ অভিযোগকারী মৎস্যজীবী লীগ নেতা মানিকুর রহমান মানিককে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা।

শুক্রবার (২৯ জানুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার চোপীনগর ইউনিয়নের শাহনগর গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনার পর আহতদের চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর থেকে অভিযুক্ত মাদক ব্যবসায়ী মন্তেজার রহমান মোন্তা (৫০) ও তার সহযোগীরা পলাতক রয়েছেন।

আহত মৎস্যজীবী লীগ নেতা মানিকুর রহমান মানিক জানান, গত বৃহস্পতিবার দুপুরে চোপীনগর ইউনিয়ন পরিষদ চত্বরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় তিনি এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী মন্তেজার রহমান মোন্তার বিরুদ্ধে বক্তব্য দেন। এতে ক্ষিপ্ত হয়ে মাদক ব্যবসায়ী মোন্তার সন্ত্রাসী বাহিনীর সদস্যরা তাকে বিভিন্ন ধরনের হুমকি ধমকি দিচ্ছিলেন। জীবন বাঁচাতে ওই মাদক ব্যবসায়ী মোন্তাসহ তার সহযোগী বেশ কয়েকজনের বিরুদ্ধে শুক্রবার দুপুরে শাজাহানপুর থানায় জিডি করেন।

তিনি আরও জানান, রাত ১০টার দিকে ক্ষুব্ধ হয়ে মাদক ব্যবসায়ী মোন্তার লোকজন রামদা, হাঁসুয়া ও লাঠি নিয়ে তার বাড়িতে গিয়ে হামলা চালান। তারা মানিকসহ তার স্ত্রী পারভিন আক্তার (৪৫) ও মেয়ে মাইশা জেবাকে (২২) কুপিয়ে আহত করে। পরে স্থানীয় লোকজন তাদেরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

স্থানীয় চুপিনগর ইউনিয়ন পরিষদের সদস্য ইমরান হোসেন বলেন, মাদক ব্যবসায়ী মন্তেজার রহমান মোন্তার বিরুদ্ধে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে। প্রকাশ্যে তার ভয়ে এলাকার লোকজন মুখ খুলতে সাহস করে না। এখন মানিক এ ব্যাপারে বিট পুলিশিং সভায় অভিযোগ করলে তার ওপর ক্ষিপ্ত হয়ে এই হামলা চালানো হয়েছে।

এদিকে হামলার ঘটনার পরপরই শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, দুপুরে তার থানায় জীবনের নিরাপত্তা চেয়ে জিডি করে মানিক। এরপর রাতেই হামলা চালানো হবে সেটা তারা চিন্তা করেননি। তবে এখন অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

এ ব্যাপারে অভিযুক্ত মাদক ব্যবসায়ী মন্তেজার রহমান মোন্তা মোবাইল ফোনে জানান, এলাকার শাহনগর স্ট্যান্ডে তার ভাতিজা আল আমিন মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় মানিকের লোকজন তাকে মারপিট করে। এখন কারা মানিকের ওপর হামলা করেছে তা তিনি জানেন না।

এসজে